জাফর ইকবালকে শাবির উপাচার্য চান বিপাশা হায়াত

নিজস্ব প্রতিবেদক |

ডক্টর মুহম্মদ জাফর ইকবালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ার অভিমত জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। 'কড়চা' নামে একটি ফেসবুক পেইজের লেখা শেয়ার করে তার ওপরে নিজের অভিমত জানিয়ে 'অয়োময়' ধারাবাহিকের অভিনেত্রী লিখেন, 'জাফর স্যারের হাতে গড়া শাবিপ্রবি'র দায়িত্ব স্যারের হাতেই তুলে দেয়া হোক। '

বিপাশার দাবির পক্ষে অধিকাংশ ভক্তই একমত প্রকাশ করেছেন। কেউ কেউ বিশ্লেষণ করে জাফর ইকবালকে ভিসি বানানোর বিরোধিতাও করেছেন।

এতে তাঁর 'ক্লিন ইমেজ' ক্ষুণ্ণ হবে বলেও মনে করছেন অনেকে ৷ 

ইয়াসিন আলি নামের একজন লিখেছেন, 'শাবিপ্রবির দায়িত্ব স্যারের হাতে তুলে দেয়ার মানে যদি স্যারের ওপর বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব অর্পণ করা বোঝানো হয়ে থাকে এই পোস্টে, তাহলে আমি বলব স্যারকে অত্যন্ত সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে দেয়ার কথা বলা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উনি। উনার ভিসি হয়েই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে এমন না। বরং ভিসি না হয়ে বর্তমান অবস্থায় থাকলেই উনার সম্মানের জায়গাটা অক্ষুন্ন থাকবে। আমার ভয় হয়, উনি যদি কখনো ভিসির মতো কোনো বিতর্কিত পদের দায়িত্ব নিয়ে ফেলেন তখন মানুষ উনার প্রতি জাজমেন্টাল হয়ে যাবে। উনার প্রত্যেকটা কাজের ভাল মন্দ বিচার শুরু হবে, সাধারণ ছাত্রছাত্রী থেকে সবার মধ্যেই। ' 

বিপাশা হায়াত যে পোস্টটি শেয়ার করেছেন, তাতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন ভাঙানোর একটি ছবি রয়েছে, যুক্ত রয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য।  

বিপাশা হায়াত বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এ সুঅভিনেত্রী 'আগুনের পরশমনি' চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আঁকিয়ে হিসেবেও তাঁর দারুণ দক্ষতা ৷ এশীয় চারুকলা প্রদর্শনী পুরস্কারও পেয়েছেন তিনি।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.003040075302124