জাবিতে ধ*র্ষণকাণ্ড : দাবি না মানলে ভর্তি পরীক্ষায় বাধা দেয়ার হুঁশিয়ারি

দৈনিক শিক্ষাডটকম, জাবি |

দৈনিক শিক্ষাডটকম, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণকাণ্ডে পাঁচদফা দাবি না মেনে নিলে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় বাধা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে ‘নিপীড়ন বিরোধী মঞ্চের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।  

তাদের দাবিগুলো হলো- ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র‌্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা,

নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তি করাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মোশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িত ব্যক্তিদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিপীড়ন বিরোধী মঞ্চের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আয়োজনের আগেই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভা ডেকে আমাদের ৫ দফা দাবি উত্থাপনের জন্য আহ্বান জানিয়েছি। তারপরও প্রশাসন যদি দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তার প্রেক্ষিতে ভর্তিপরীক্ষা আয়োজন বাধাগ্রস্ত হলে সেটার সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ফর্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন হবে নাকি হবে না- তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একজন নিপীড়ক শিক্ষকের সঙ্গে আমরা ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করতে চাই না। যদি চলমান আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়, তাহলে ভর্তিপরীক্ষা বাধাগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি - dainik shiksha জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি - dainik shiksha রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন - dainik shiksha চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য - dainik shiksha দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের - dainik shiksha এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037078857421875