দৈনিক শিক্ষাডটকম, ঢাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়েল সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয় । এসময় আন্দোলকরী শিক্ষার্থীরা ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো একটি জাতির আশা আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো এমন এক জায়গায় এমন ঘটনা পুরো দেশের জন্য লজ্জাজনক। আমাদের অভিভাবকরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠান আমাদের উচ্চ শিক্ষার জন্য। কিন্তু এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন অবস্থা যে মানুষ হওয়ার কোনো উপাদানই সেখানে নাই ।
ফলে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আজ গণধর্ষণের মতো ঘটনা ঘটছেৎ।
এটা পুরো শিক্ষার্থী সমাজের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ধর্ষণের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে কার্যকর প্রদক্ষেপ না নেয় তাহলে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দেলন গড়ে তুলবো।