জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে বাজেট বরাদ্দ দেবে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক |

বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এক্ষত্রে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। এজন্য ২০ কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে।

মঙ্গলবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২২ অর্থবছরে বিজনেস স্টাডিজ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপ-শাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এ সিদ্ধান্তের কথা জানান। কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) ডিভিশন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক আবু তাহের বলেন, শিক্ষকরা যেসব জার্নালে গবেষণা প্রকাশ করবেন, সেসব জার্নালের অবশ্যই ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকতে হবে। ইউজিসি দেশের গবেষণাকর্ম ও গবেষকের তথ্য সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মূল দায়িত্ব হচ্ছে মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করা। এজন্য জ্ঞান সৃজনে অবশ্যই মানসম্পন্ন গবেষণাকর্ম পরিচালনা করতে হবে। ইউজিসি দক্ষ গ্রাজুয়েট তৈরির জন্য সিলোবাস হালনাগাদে বিশ্ববিদ্যালয়গুলোকে একাধিকবার তাগাদা দিযেছে এবং গবেষণা খাতে বাজেট বরাদ্দ ক্রমান্বয়ে বৃদ্ধি করছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আবু তাহের বলেন, গবেষণা যাতে জীবনমুখী হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখে সেদিকে গবেষকদের দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি গবেষণা প্রকল্প প্রস্তাবে যেন যর্থার্থ, লক্ষ্যভেদী এবং হালনাগাদ সাহিত্য পর্যালোচনা থাকে সেদিকে গবেষকদের সচেতন থাকতে হবে।

রিসাপা ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবির ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

এছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর ড. মাহফুজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক প্রফেসর ড. কে এম জাহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক প্রফেসর ড. এম শামীম কায়সার, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর কামরুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ কে এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে ইউজিসির অতিরিক্ত পরিচালক নাহিদ সুলতানা ও মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029230117797852