দিনাজপুরের বিরল উপজেলার বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসার দাখিলের এক শিক্ষককে আলিম স্তরে বিধি ভেঙে ও জালিয়াতি করে পদোন্নতি দেয়া হয়েছে। এ ঘটনায় জালিয়াতি করে পদোন্নতি পাওয়া শিক্ষক জাফরিন আক্তার ও প্রতিষ্ঠানটির
মাদারাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসার সহকারী শিক্ষক জাফরিন আক্তারকে আলিম শাখায় প্রভাষক পদে পদোন্নতি দিয়ে তাকে এমপিওভুক্ত করতে আবেদন করা হয়েছিলো। কিন্তু দাখিল স্তরে নিয়োগ পাওয়া শিক্ষকদের আলিম স্তরে পদোন্নতি দেয়া যায় না। মাদরাসার এন্ট্রি পদে শিক্ষক নিয়োগের দায়িত্ব এনটিআরসিএর।
মাদারাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, ২০২২ খ্রিষ্টাব্দের মে মাসে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে ওই মাদরাসার অধ্যক্ষ কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতি করে সহকারী শিক্ষক জাফরিন আক্তরকে প্রভাষক পদে পদোন্নতি ও এমপিওভুক্তির আবেদন অগ্রায়ণ করা হয়। যা দায়িত্ব অবহেলার শামিল।
জালিয়াতি করে এমপিওর আবেদন করায় নীতিমালা অনুসারে অভিযুক্ত অধ্যক্ষ ও ওই শিক্ষকের এমপিও বন্ধ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেনো সুপারিশ করা হবে না তার কারণ মাদরাসা শিক্ষকদের জানাতে বলা হয়েছে শোকজ নোটিশে।
জানা গেছে, প্রভাষক পদে ওই সহকারী শিক্ষক পদে কর্মরত জাফরিন আক্তারকে বিধি ভেঙে এমপিওভুক্তির আবেদন করায় বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুনকেও শোকজ করেছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।