বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের বিদায়ী সভাপতি এ. এইচ. এম হাবিবুর রহমান ভুঁইয়া বলেছেন, ঢাকা জেলা জজ আদালতে যোগদানের মাধ্যমে বিচারক হিসেবে যে পথচলা শুরু সেই একই আদালতে এসে থেমে গেলো তারই যাত্রারথ। বুধবার বিকেলে বিদায়ী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহাকালের খাতায় অতি নগন্য এই ত্রিশ বছর। কিন্তু এই চক্রব্যুহ গ্রাস করে নিয়েছে আমার জীবনের সুবর্ণ সময়। যৌবনের স্বর্ণালী সময় গিয়েছে বঙ্গবন্ধুর আদর্শের পথে চলে রাজপথে, আন্দোলনে আর সংগ্রামে।
হাবিবুর রহমান ভুঁইয়া বলেন, বিচারক হিসেবে সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমাদের এসোসিয়েশন এই দাবি আদায়ে সচেষ্ট থাকবে বলে আমার একান্ত চাওয়া। জুডিসিয়াল অফিসারদের হাউজিং প্রকল্প যাতে যথাসময়ে সু-সম্পন্ন হয় তার ব্যাপারেও আগামীর নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, সচিব, আইন ও বিচার বিভাগসহ সর্বস্তরের বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি বলেন, বিদায়ের এই বেলায় আমার প্রাণপ্রিয় বিচারক ভাই-বোনদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, কোনো পরিস্থিতেই যেন মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ বন্ধ না হয়, বিচারকরা যেনো কোনভাবেই তাদের সততা আর পরিশ্রমের পথ থেকে বিচ্যুত না হয়।