জুতা পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি |

একুশের প্রথম প্রহরের অপেক্ষা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত হয় সেখানে। ঘড়ির কাটায় সময় যখন ১২টা বেজে ১ মিনিট তখন প্রশাসনের কর্তারা একে একে সবাই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুরু করে।

তবে মিনিট দশেক পরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা কিছু ব্যক্তি হঠাৎ জুতা পায়ে শহীদ বেদিতে উঠে যায়। এসময় তাদের সেলফি তুলতেও দেখা যায়।

শহীদ বেদিতে জুতা পায়ে  শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এছাড়াও শহীদের বেদিতে দিতে আসা ফুল তাদের জুতার নিচেও পদদলিত হয়েছে বলে জানান মো. রাসেল নামে চট্টগ্রাম বিদ্যালয়ের এক শিক্ষার্থী।

এসব ব্যাক্তির কাণ্ডজ্ঞানহীন আচরণে উপস্থিত সংস্কৃতিকর্মী ও সাধারণ জনগণরা হতবাক ও ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি তাঁরা এক্ষেত্রে শহীদ মিনারের নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন কর্মকাণ্ড খুবই দুঃখজনক। অবস্থাদৃষ্ঠে যেন মনে হচ্ছে, দিন দিন যেন একুশ ও মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যু হচ্ছে। যদিও শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাইকোর্টও সরকারকে নির্দেশনা রয়েছে।

শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হওয়ার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী সংবাদকর্মী আজিজুল ইসলাম জানান, শহীদ মিনারের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদাসীনতা প্রশ্নবিদ্ধ করেছে শ্রদ্ধা জানানোর সব আয়োজন। দায়িত্বশীলরা এ ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াতে পারে না।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0024089813232422