জুনের মধ্যে অ্যাডহক নিয়োগের দাবিতে রাজপথে নামছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |

আগামী জুন মাসের মধ্যে অ্যাডহক নিয়োগের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সরকারিকৃত কলেজের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে শিক্ষকরা প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে বেসরকারি আমলের শিক্ষক-কর্মচারীদের বাদ না দিয়ে সবাইকে স্ব-পদে ও স্কেলে বহাল রেখে আত্তীকরণ, যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে পদোন্নতিসহ ৬ দফা দাবি জানাবেন। বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের (বাসকশিপ) উদ্যোগে এ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

  

মঙ্গলবার বাসকশিপের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা স্বাক্ষরিত দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ খ্রিষ্টাব্দের আত্তীকরণ বিধিমালায় সরকারিকৃত কলেজের সব শিক্ষক-কর্মচারীদের আগামী জুন মাসের মধ্যে আত্তীকরণ ও অ্যাডহক নিয়োগ সম্পন্ন করার দাবিতে শুক্রবার মানববন্ধন ও  শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করবে বাসকশিপ কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে ছয় দফা দাবি জানানো হবে। 

বাসকশিপের দাবিগুলো হলো, প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে বেসরকারি আমলে কর্মরত কোন শিক্ষক-কর্মচারীকে বঞ্চিত না করে সবাইকে আত্তীকরণ করা, স্ব-পদে ও স্ব স্কেলে আর্থিক সূরক্ষাবহাল (পে প্রোটেকশন ) রেখে সবার আত্তীকরণের ব্যবস্থা করা, জিও জারির তারিখে যারা কর্মরত ছিলেন এবং বর্তমানে বয়স ৫৯বছর অতিক্রম করেছেন তাদের ভূতাপেক্ষ আত্তীকরণ করা। ২০১৮ খ্রিষ্টাব্দের জারি হওয়া আত্তীকরণ  বিধিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় উপবিধি প্রণয়নের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা এবং উপবিধি প্রণয়ন কমিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

শিক্ষকদের অন্যান্য দাবিগুলো মধ্যে আছে, যোগদানের তারিখ থেকে শতভাগ চাকরিকাল গণনা করে পদোন্নতি ও পদ সোপান তৈরি করে সব ক্ষেত্রে তা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা এবং চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে ১৬ বছর অতিক্রম করা চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের জন্য শিগগিরিই পরিপত্র জারি করা এবং সরকারিকৃত কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের আগামী জুন মাসের মধ্যে আত্তীকরণ ও অ্যাডহক নিয়োগের কাজ শেষ করা। 

এসব দাবি আদায়ে ঘোষিত মানববন্ধন ও  শিক্ষক সমাবেশে সরকারিকৃত কলেজগুলো সব শিক্ষক-কর্মচারীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি কে এম দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রক্রিয়াগত কারণে সরকারিকৃত তিন শতাধিক কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের কাজে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়েছে। ২০১৮ খ্রিষ্টাব্দে সরকারি হওয়া এসব কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের কাজ চলতি বছরেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0040271282196045