জেলা প্রশাসকদের জনবান্ধব হতে বললেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার জেলা প্রশাসকদের (ডিসি) জনবান্ধব হতে অনুরোধ জানিয়ে বলেছেন ‘জেলা প্রশাসকেরা (ডিসি) মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি। দেশের মানুষ সরকার বলতে মূলত ডিসিদের বোঝে। তাঁদের কাজগুলোই মানুষের কাছে সরকারের ভালো কাজ হিসেবে বিবেচিত হয়।’ পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতো সরকারের আরও একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীও নিজ নিজ মন্ত্রণালয়ের কর্ম অধিবেশনে ডিসিদের আরও বেশি জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাগিদ দিয়েছেন জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে।

সোমবার (৪ মার্চ) ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গত রোববার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ডিসি সম্মেলনে গতকাল বিভিন্ন কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাণিজ্য প্রতিমন্ত্রী

আহসানুল ইসলাম টিটু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, রেলমন্ত্রী জিল্লুল হাকিম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে, সে বিষয়ে সত্যিকার চিত্র তুলে ধরতে ডিসিদের নির্দেশ দিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। ইতিহাসে আজ বাংলাদেশ সর্বোচ্চ স্থানে। আমাদের উন্নয়নের সূচকগুলো বাড়ছে। আমাদের অনিশ্চয়তা কিংবা হতাশার কিছু নেই। মানুষের মূল উদ্বেগ হচ্ছে মূল্যস্ফীতি।’

কৃষি মন্ত্রণালয়ের অধিবেশনে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ ডিসিদের কৃষকবান্ধব হওয়ার তাগিদ দিয়েছেন। অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কেউ খারাপ বীজ সরবরাহ করলে চরম শাস্তির নির্দেশ দিয়েছি ডিসিদের। যদি কোনো বীজে অঙ্কুরোদগম না হয়, তবে সে দায় সরবরাহকারীদের নিতে হবে। তাকে শাস্তি পেতেই হবে। সে ক্ষেত্রে চরম শাস্তির কথা বলে দিয়েছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা কোনো জমি অনাবাদি রাখতে চাই না। সে নির্দেশনাও দিয়েছি।’

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, পাটশিল্পের ক্ষতিসাধনের মূল হোতা ছিল মধ্যস্বত্বভোগীরা। তাদের কবল থেকে পাটচাষি ও পাটশিল্পকে রক্ষা করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে রেলের জমি উদ্ধার ও প্রকল্পের ভূমি অধিগ্রহণে ডিসিদের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রেল মন্ত্রণালয়-সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি জেলার জনগণের কাছে রেলসেবা যাবে। বেদখল জমি উদ্ধারে তাদের (ডিসি) সহযোগিতা চেয়েছি।’

পবিত্র রমজানে আপেল ও আঙুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না। বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান।’

নিজ কর্ম অধিবেশন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘আজকের সম্মেলনে ডিসিদের ২০টি প্রস্তাব পেয়েছি। তবে প্রস্তাব পাঠালেই তা নিয়ে কাজ করা যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশ হলো ৫০ কোটি টাকার ওপরে কোনো প্রকল্প আসলে সেটার সমীক্ষা করা লাগে।’ প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এতে করে অবৈধ নদী দখল রোধ করা যায়। এ ছাড়া কাজের গতিও বৃদ্ধি পায়।

এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘রমজান উপলক্ষে কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। যথেষ্ট সরবরাহ আছে। তারপরও রমজানে পরিবহনব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে ও সরবরাহে কোথাও প্রতিবন্ধকতা না হয় সেই বিষয়ে ডিসিদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’ পেঁয়াজের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল। এটা ঠিক। কিন্তু কৃষকেরা যদি একটু ভালো দাম পান, আগামী বছর এই সময় উৎপাদন দ্বিগুণ হবে। পণ্যের দাম বাড়ায় পেঁয়াজের দামটা একটু বেশি।


পাঠকের মন্তব্য দেখুন
১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ - dainik shiksha ১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0044770240783691