দৈনিক শিক্ষাডটকম, মির্জাগঞ্জ: পটুয়াখালী মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া জেআর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুদিনব্যাপী ৩০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় ১০ মার্চ আর শেষ হয় ১১ মার্চ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জমানের (লিটন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী আতহার উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. সাইয়েমা হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গাফফারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. এ.টি.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ (মামুন বিশ্বাস), সুবিদখালী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. নিজাম উদ্দিন (সাইফ), মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান হাওলাদার প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।