দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি: ঝালকাঠিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে রয়েছে।
এনএস কামিল মাদরাসা ও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৩২ ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬২৮জন।
এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৩১ জনে। যার শতকরা হার ৫২ দশমিক ৪৫ শতাংশ।
অপরদিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং নেছারাবাদ জিনাতুন্নেছা মহিলা মাদরাসা থেকে ৩৩১ জনে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩১৭ জনে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২৪ জন। যার শতকরা হার ৩৭ দশমিক ৪৬ শতাংশ।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৪২ জন অংশ নেন। পরীক্ষার ফলাফলে ২৪২ জনই উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৯৭ জনে জিপিএ ৫ পেয়েছে।
অন্যদিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৩২ জন অংশ নিয়ে ২৩১ জন উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ১ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮৭ জন।
এদিকে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে ৪০০ জন অংশ নিয়ে ৩৯৭ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৪৪ জন। ঝালকাঠি নেছারাবাদ জিনাতুন্নেছা মহিলা মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ৮৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৭ জন।