বিইউবিটি ছাত্রকে চাপা দেওয়া সেই বাস চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী সৈয়দ মো. মাসুদ রানা (২৩) কে চাপা দেওয়া দিশারী পরিবহনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চালকের নাম মো. হামিদ ওরফে মুন্না (৩৪)। বুধবার ভোররাতে তাকে লক্ষ্মীপুর সদর এলাকার মনু মিয়া মোল্লাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর থানার সহযোগিতায় শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

বিইউবিটি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. আবু সালেহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। মাসুদ রানা বিউবিটি’র বিবিএ বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সম্রাট বলেন, ‘গ্রেফতার গাড়ি চালককে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, পুলিশ তাকে শাহ আলী থানায় নিয়ে যাবেন। এরপর সেখান থেকে আদালতে নেওয়া হবে।’

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বাসটি ঘটনার পরপরই আটক করা হয়। এই ঘটনায় একটি মামলাও হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে। সে এই মামলায় আসামি।

’সোমবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে বাসচাপায় নিহত হন মাসুদ রানা (২৩)। প্রতিদিনের মতো রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দিশারী পরিবহনের একটি বাস মাসুদ রানাকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে পড়ে যান। এরপর বাসটি না থামিয়ে তার গায়ের ওপর দিয়ে চালিয়ে যায় চালক। এতে তার কোমরের নিচের অংশ থেঁতলে যায়। রিকশাচালকও গুরুতর আহত হন। সড়কেই কিছুক্ষণ পড়ে থাকেন মাসুদ রানা ও রিকশাচালক। পরে একটি ভাঙারির দোকানের তিন তরুণ এগিয়ে আসেন। তারা একটি সিএনজিতে তুলে পঙ্গু হাসপাতালে নিয়ে যায় দুজনকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বিইউবিটি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. আবু সালেহ।

মাসুদ রানার এমন নির্মম মৃত্যুর পর তার সহপাঠীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন সোম ও মঙ্গলবার। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে তারা মঙ্গলবার দুপুরে তাদের কর্মসূচি স্থগিত করে। পুলিশের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রেফতার হলো চালক।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার ঘটনার দিন থেকেই গাড়ি চালক হামিস ওরফে মুন্নাকে গ্রেফতারে কাজ শুরু করেন। তবে ঘটনার পর মুন্না গাড়ি রেখে লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়ি চলে যায়। বাড়ি গেলেও সে নিজের বাড়িতে থাকেনি। তিনি পাশের একটি বাড়িতে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিকভাবে গ্রেফতার মুন্না পুলিশের কাছে তার দোষ স্বীকার করেছেন। মুন্না পুলিশকে বলেছেন, ‘রিকশায় ধাক্কা লাগার পর সে বুঝতে পারেনি, তার গাড়ির নিচে কেউ পড়েছে। তাই গাড়ি চালিয়ে গেছে।’

পরবর্তীতে বাসটি যাত্রীরা আটক করে পুলিশে দেয়। শিক্ষার্থী মাসুদ রানাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ রানা দক্ষিণ বিসিলের ১১ নম্বর সড়কের নিজেদের বাড়িতে বাবা-মা ও ভাইবোনের সঙ্গে থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মাসুদ রানা ছিলেন সবার বড়।


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0045011043548584