‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিন যুক্ত লবণ খাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলী (রাজস্ব)। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ, ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো শাহ আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা (স্থানীয় সরকার বিষয়ক), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইন উদ্দিন (আরডিসি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সাফিয়া সুলতানা।
উপ-পরিচালক ঝালকাঠি ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এইচ এম ফাইজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন লবণ মালিক জহিরুল ইসলাম।