ঝালকাঠি সদর উপজেলায় এমপিওভুক্ত ২২টি মাদরাসার মধ্যে তুলনামূলক অনুন্নত জয়শী আজিজিয়া দাখিল মাদরাসা। এমপিওর নিয়ম অনুযায়ী কাম্য শিক্ষার্থীও নেই। একদিকে জরাজীর্ণ শ্রেণীকক্ষ, অন্যদিকে মাদরাসাটিতে আসা-যাওয়ার সড়কটিরও বেহালদশা। এই মাদরাসার শিক্ষার্থী সংখ্যাও ঝালকাঠির সদর উপজেলার আর সব মাদরাসার চেয়ে কম। মাদরাসাটির ব্যবস্থাপনাও ভালো নয়।
যদিও মাদরাসা কর্তৃপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী ২০০ শিক্ষার্থী থাকার কথা রয়েছে, মাদরাসাটিতে তার চেয়ে ১০ জন শিক্ষার্থী বেশি আছে।
তবে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী উপস্থিতি ৭০ এর নিচে। ১৭ জন শিক্ষকের পদ থাকলেও আছেন ১০ জন।
এসব নিয়ে কথা হয় জয়শী আজিজিয়া দাখিল মাদরাসার সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে। শিক্ষার্থী কম থাকার কারণ জানতে চাইলে ভবন এবং আসা-যাওয়ার সড়কটিকে দায়ী করেন তিনি।
তিনি বলেন, আমাদের মাদরাসা নতুন একটা ভবন খুবই জরুরি, বৃষ্টির সময় আমাদেরই জুতা হাতে নিয়ে আসতে হয় এই রাস্তা দিয়ে।
তবে কিছুটা আশার কথা শোনালেন মাদরাসার সভাপতি ও পৌর কাউন্সিলর মো. রেজাউল করিম জাকির। তিনি বলেন, পনেরো লাখ টাকা বরাদ্দ পেয়েছি। শিগগিরই আমরা মাদরাসার ভবনের কাজ ধরবো। আসা-যাওয়ার সড়কটি মেরামত করার চেষ্টা চলছে। আমাদের একট নতুন ভবন দরকার। রাস্তা ও ভবন হলে মাদরাসায় বর্তমানের তুলনায় শিক্ষার্থী বাড়বে বলে মনে করি।