বদলি ঠেকাতে ‘অসুস্থ’ শিক্ষা কর্মকর্তা ঢাকায়ঝালকাঠি জেলা শিক্ষা অফিসে অচলাবস্থা

দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি |

দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি: বদলির আদেশ জানার পর অসুস্থতার অজুহাতে দীর্ঘ দিন দপ্তরে অনুপস্থিত রয়েছেন ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সংশ্লিষ্টরা বলছেন তিনি ঢাকায় গিয়ে বদলির আদেশ স্থগিতের জন্য তদবিরে ব্যস্ত রয়েছেন।

এদিকে শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতির ফলে ঝালকাঠি মাধ্যমিক শিক্ষা অফিসে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। জেলা জুড়ে শিক্ষক-কর্মচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে।  সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষক ও কর্মচারী নিয়োগের ছাড়পত্র নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। 

ভুক্তভোগী একজন শিক্ষক দৈনিক আমাদের বার্তাকে বলেন, শিক্ষা অফিসার না থাকায় আমরা কয়েকদিন ঘুরে ক্লান্ত হয়ে গেছি। এখন আর শিক্ষা অফিসে আসি না। তাকে ফোনেও পাইনা। 

জানা গেছে, গত ছিদ্দিকুরকে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে আর ঝালকাঠি শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেনকে। কিন্তু, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গত ২৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ছুটিতে আছেন। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

এদিকে ১৩ মার্চ ছিদ্দিকুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ পরিচালক বরাবর এক চিঠিতে ১৪ থেকে ১৭ মার্চ ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে নৈমত্তিক ছুটির আবেদন করেন।

ঝালকাঠি জেলা প্রশিক্ষণ সমন্বয়ক ফারজানা ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমি শিক্ষা কর্মকর্তাকে ফোন করলেছিলাম। তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন, ‘আপনারা কেন বোঝেন না সে অসুস্থ, কারো সাথে কথা বলেন না।‘

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বদলি আদেশের এতোদিন পরও ঝালকাঠিতে কেনো যোগদান করেন নি জানতে চাইলে সুনীল চন্দ্র সেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, ঝালকাঠি শিক্ষা অফিস থেকে আমাকে বলা হয়েছে ছিদ্দিকুর রহমান অসুস্থ। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি সুস্থ হয়ে ঝালকাঠি ফিরলে আমাকে জানানো হবে। 

প্রসঙ্গত, এমপিওভুক্তিতে ঘুষ, টাকার বিনিময়ে খণ্ডকালীন শিক্ষকদের জেলা ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও নামধারী সাংবাদিকদের নিয়ে সিন্ডিকেট গড়াসহ বিভিন্ন অভিযোগে ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খানকে বদলি করা হয়।

পাঁচ বছরের বেশি সময় ধরে একই পদে থেকে তার দুর্নীতির সিন্ডিকেট গড়াসহ নানা অভিযোগ সম্বলিত একাধিক প্রতিবেদন প্রকাশ হয় শিক্ষাবিষয়ক দেশের একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম-এ।
গত ৫ ফেব্রুয়ারি ‘সরেজমিন ঝালকাঠি শিক্ষা অফিস: সব কিছুর দাম বাড়ছে, ঘুষের রেটও তাই বেশি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

অধিদপ্তরের অধিকতর যাচাইয়ে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়ার পর ছিদ্দিকুরকে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়। জেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, বদলি ঠেকাতে অসুস্থতাসহ নানা অজুহাত দেখানোর চেষ্টা করেছিলেন তিনি।  জেলার শিক্ষক নেতাদের ডেকে বদলি ঠেকানোর তদবরি করতে স্থানীয় নেতার অনুরোধ অনুরোধ করেছেন বলে একাধিক শিক্ষক নেতা দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন।   

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! - dainik shiksha শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে - dainik shiksha সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে শিক্ষা প্রশাসনে বড় রদবদল - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় রদবদল আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি - dainik shiksha আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি প্রশ্নফাঁসে শিক্ষক চাই না - dainik shiksha প্রশ্নফাঁসে শিক্ষক চাই না please click here to view dainikshiksha website Execution time: 0.0028271675109863