রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি ইটবোঝাই ট্রাক ব্রেক ফেল করে কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে অন্তত ৮ গাড়ি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটেছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, মধ্যরাতে ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাকটি ব্রেক ফেল করে সামনে থাকা সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারসহ প্রায় ৮টি যানবাহনকে ধাক্কা দেয়। এতে আহত হন যানবাহনে থাকা চালক ও যাত্রীরা।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে এনামুল হক জানান, কারও আঘাতই গুরুতর নয়। তবে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। ট্রাকটিকে পুলিশ জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।