সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ ৪ জন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছে আরো ৩ জন।
বুধবার বিকেলে মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক কন্যা এবং তার ভগ্নিপতি সদর উপজেলার নারানপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮) ও ব্লাড ডোনার আশাশুনির তাজিজুর ইসলাম (২৭)।
নিহত তানজিলা খাতুনের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা ডেলিভারির পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেয়া হচ্ছিল তাদের। এ সময় মহসড়কের পাটকেলঘাটা থানার মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রী ও নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে বেলাল হোসেন ডালিম এবং ব্লাডডোনার তাজিজুল ইসলাম (২৭) মারা গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এসয়ম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকাত হোসেন ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে খুলনার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।