ট্রাম্পের টুইট : জনপ্রিয়তায় আমি এক, মোদি দুই

দৈনিকশিক্ষা ডেস্ক |

চলতি মাসেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি তার জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় আমি এক নম্বরে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই নম্বরে আছেন। 

ফেসবুকে জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের টুইট। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা একটা বড়ো সম্মান। মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে এক নম্বরে ও ভারতের প্রধানমন্ত্রী মোদি দুই নম্বরে আছেন। আসলে আমি আগামী দুই সপ্তাহের মধ্যেই ভারতে যাচ্ছি। তাই এ সফরের জন্য দিন গুনছি এখন’।

 

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। গুজরাটের আহমেদাবাদ এবং নয়াদিল্লি যাবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পকে দারুণভাবে ভারতে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ‘ভারত সম্মানিত অতিথিদের মনে রাখার মতো করে স্বাগত জানাবে। এটি বিশেষ সফর এবং ভারত-মার্কিন বন্ধুত্বকে আরো সুদৃঢ় করতে সাহায্য করবে। অনেকদূর এগিয়ে নেবে দুই দেশের সম্পর্ককে। প্রধানমন্ত্রী মোদি আরো লেখেন, ভারত এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে একসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দুই জাতির মধ্যে এই দৃঢ় বন্ধুত্ব কেবল আমাদের নাগরিকদের জন্য নয়, সমগ্র বিশ্বকেও অনুপ্রাণিত করেছে।’

গুজরাটের আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামের ঐ অনুষ্ঠানে দেশের হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানটিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 
ট্রাম্পের ভারত সফরের সময়েই ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে ট্রাম্পের ভারত সফরের মূল উদ্দেশ্য এই বাণিজ্য চুক্তি হলেও দুদেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সন্ত্রাসবাদ রোধে একসঙ্গে পদক্ষেপ নেওয়াসহ আরো নানা বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029618740081787