দৈনিকশিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পেডাগোজিক্যাল চ্যালেঞ্জেস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
প্রশিক্ষণে আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় উপাচার্য বলেন, ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়া। যেকোনো গবেষণার জন্য একটা ভালো প্রপোজাল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আর গবেষণায় যে যতো পারদর্শী কর্মক্ষেত্রে সে বেশি এগিয়ে যাবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। প্রশিক্ষণে টেকনিক্যাল সেশনে ‘পেডাগোজিক্যাল চ্যালেঞ্জেস’ শীর্ষক উপস্থাপনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এবং ইন্সটিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।