ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি |

রেললাইনের পাশেই একটি খোলা জায়গা। সেখানে আপনমনে খাবার খাচ্ছিল দুটি হাতি। পেছন থেকে হঠাৎ বেজে ওঠে ট্রেনের হুইসেল। এতে ছোট হাতিটি রেললাইনের ওপর উঠে পড়ে। ভয়ে সোজা রেললাইন ধরে হাঁটতে থাকে প্রাণীটি। কিছুদূর যেতেই ট্রেনের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়। 

আজ বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর উত্তরার কোর্টবাড়ি লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এমন বর্ণনা পাওয়া যায়। দুর্ঘটনার পর হাতিটি রেললাইনের ওপর আটকে থাকে। পরে ক্রেনের সাহায্যে রেললাইন থেকে হাতিটি সরানো হয়। এ সময় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।

সন্ধ্যা ছয়টায় সরেজমিনে দেখা যায়, হাতিটিকে রেললাইন থেকে তুলে নিয়ে লেভেল ক্রসিংয়ের পাশের একটি খোলা জায়গায় রাখা হয়েছে। হাতিটির পেছনের ডান পা ভাঙা। হাতিটি দেখতে মানুষ ভিড় করেছে। তবে হাতি নিয়ে আসা ওই দুই মাহুতকে পাওয়া যায়নি। 

স্থানীয় দোকানি ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ফরহাদ জানান, বেলা একটার দিকে দুটি হাতি নিয়ে দুই তরুণ আবদুল্লাহপুর মোড় থেকে দক্ষিণখানের ফায়দাবাদের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে বেলা দেড়টার দিকে কোর্টবাড়ি লেভেল ক্রসিং এলাকায় যাত্রাবিরতি দিয়ে হাতি দুটিকে কলাগাছ খেতে দেন ওই দুই তরুণ। এ সময় হাতি দুটি রেললাইনের পাশের খোলা জায়গায় কলাগাছ খাচ্ছিল। এর মধ্যে দক্ষিণ দিক থেকে আসা একটি ট্রেনের হুইসেলের শব্দে ভয় পায় হাতি দুটি। ছোট হাতিটি ভয়ে রেললাইনের ওপর উঠে ট্রেনের সামনে দৌড়াতে থাকে। কিছুদূর যেতেই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। একপর্যায়ে হাতির কারণে থেমে যায় ট্রেনও। প্রায় আধা ঘণ্টা ট্রেন আটকে থাকে। পরে ক্রেনের মাধ্যমে হাতিটি সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ফরহাদ বলেন, ধাক্কা লাগার পরও প্রায় এক ঘণ্টা হাতিটি বেঁচে ছিল। নড়াচড়া করছিল। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। পরে পুলিশ এসে হাতিটি রেললাইনের ওপর থেকে সরায়।

ঘটনাস্থলে ছিলেন উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক মো. আবদুর রহিম। তিনি বলেন, হাতিটি একপর্যায়ে রেললাইনে আটকে গেলে ট্রেন থেমে যায়। হাতিটি সরাতে প্রায় ২০ মিনিট লেগে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


পাঠকের মন্তব্য দেখুন
বার্ষিক পরীক্ষার উদ্দীপকসহ ও উদ্দীপক ছাড়া প্রশ্ন - dainik shiksha বার্ষিক পরীক্ষার উদ্দীপকসহ ও উদ্দীপক ছাড়া প্রশ্ন তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতেই হবে - dainik shiksha তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতেই হবে ভুয়া নিয়োগে এমপিও: এক মাদরাসার ১৫ শিক্ষকের সনদ যাচাই করবে অধিদপ্তর - dainik shiksha ভুয়া নিয়োগে এমপিও: এক মাদরাসার ১৫ শিক্ষকের সনদ যাচাই করবে অধিদপ্তর একসঙ্গে তিন প্রতিষ্ঠান থেকে বেতন তুলতেন মাদরাসা কর্মচারী - dainik shiksha একসঙ্গে তিন প্রতিষ্ঠান থেকে বেতন তুলতেন মাদরাসা কর্মচারী আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা - dainik shiksha আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ - dainik shiksha শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ ছাত্রলীগের মতো কলুষিত রাজনীতি করবে না ছাত্রদল - dainik shiksha ছাত্রলীগের মতো কলুষিত রাজনীতি করবে না ছাত্রদল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043890476226807