চিলমারীতে মহিলা ডিগ্রি কলেজে নির্দেশ অমান্য করে ডিগ্রি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের ভাষ্য, ২০২১ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথমবর্ষের পরীক্ষায় কলেজটির অধ্যক্ষ এ অতিরিক্ত ফি নিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা ফি নেয়ার নির্দেশনা দিলেও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জিতেন্দ্রনাথ বর্ম্মন পরিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নিয়েছেন। পরে পরীক্ষার্থীদের কাছ থেকে আরও ৪০০ টাকা আদায় করা হয়েছে। এদিকে অভিযোগ স্বীকার করে অধ্যক্ষ বলছেন, কলেজে খরচ চালাতে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে।
গত রোববার সারাদেশের মতো ওই কলেজটিতেও ডিগ্রি পরীক্ষা শুরু হয়। ওই কলেজের পরীক্ষার্থী দুলালী আক্তার, মিম আক্তার, জেসমিন, মাহমুদাসহ অনেকে অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের কাছ থেকে ফরম পূরণের সময় এক হাজার আটশত টাকা নিয়েছেন অধ্যক্ষ। পরীক্ষার আগে কেন্দ্রের ফির জন্য আরও চারশত টাকা দিয়েছি।
অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্রনাথ বর্ম্মন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কলেজের আনুষঙ্গিক খরচের জন্য কিছু টাকা বেশি নেয়া হয়েছে।
জানতে চাইলে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। কোনো অনিয়ম করে থাকলে ব্যবস্থা নেয়া হবে।