শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রতি বিভাগে স্নাতকের (সম্মান ও প্রকৌশল) ফলাফলে প্রথম স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৬টি অনুষদভুক্ত ২৬টি বিভাগের মোট ২৭ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন। এ-সময় ডিনস অ্যাওয়ার্ড-২০২০ এর পরিচালনা পর্ষদের সভাপতি ও ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.আনোয়ারুল ইসলামসহ অন্যান্য অনুষদের ডিনরা।
ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের খাইরুম হক অর্থী, রসায়ন বিভাগের রাশেদ মাহমুদ, গণিত বিভাগের মো. এবাদুর রহমান, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ সাকিব ইবতিধা চৌধুরি, সমুদ্রবিজ্ঞান বিভাগের দিগন্ত দাশ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের আতিয়া তাহিরা তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের জেবা ফাইজাহ রাহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. আব্দুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের মাজহারুল হক জুবায়েদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের কাশফিয়া নেহরিন, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল ইসলাম রাফি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌমেন দাশ ও সৈয়দা জান্নাতুস সাবা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিপ সরকার, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের মো. আমজাদ পাটোয়ারী, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কাউসার আলী, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জিনিয়া সুলতানা জ্যোতি, স্থাপত্যবিদ্যা বিভাগের শতাপর্ণা দাশ, নৃবিজ্ঞান বিভাগের মিতালী সিনহা, বাংলা বিভাগের কান্তা ভৌমিক, অর্থনীতি বিভাগের মাহফুজা খাতুন রিমা, ইংরেজি বিভাগের তাসনিম সুলতানা ডেইজি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শামীমা বেগম, লোকপ্রশাসন বিভাগের আব্দুল বাসিত, সমাজকর্ম বিভাগের ফারাহ তাসনিম এবং সমাজবিজ্ঞান বিভাগের খাইরাতুন হিসান তন্নী।