দৈনিক শিক্ষাডটকম, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে যানজটকে কেন্দ্র করে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মারধরের ঘটনায় আহত মির্জা গোলাম গাউসকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের নাটমন্দিরসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল (৩২) ও সহসভাপতি মো. আরিফুল ইসলাম রনি (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, বোয়ালমারীতে প্রতি রোববার হাট বসে। ভাঙাচোরা রাস্তা ও হাটের কারণে নাটমন্দিরসংলগ্ন স্টেশন রোডে এ দিন যানজট হয়। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ডিবির একটি গাড়ি যানজটে আটকা পড়ে। ওই গাড়ির পেছনে মোটরসাইকেলে ছিলেন ছাত্রলীগের দুই নেতা। তাঁরা বারবার হর্ন দিচ্ছিলেন। এ অবস্থায় ডিবির গাড়ি থেকে একজন কনস্টেবল নেমে তাঁদের হর্ন দিতে মানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতারা ডিবির ওই কনস্টেবলকে মারধর করেন। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক মো. হান্নান রোববার রাতে বোয়ালমারী থানায় মামলা করেন। ওই মামলায় ছাত্রলীগ সভাপতি ও সহসভাপতিকে রাতেই গ্রেপ্তার করে বোয়ালমারী থেকে ফরিদপুরে নেওয়া হয়।
ফরিদপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন বলেন, সরকারি কাজে বাধা এবং ডিবি পুলিশের ওপর হামলা, মারধরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, ‘আমাদের জেলার সভাপতি আসছিলেন। ডিবির গাড়ি ও যানজটের কারণে দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়। ভুল-বোঝাবুঝির কারণে মামলা হলে ছাত্রসমাজের কাছে ভুল তথ্য যাবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। আশা করছি দ্রুত বিষয়টি মিটে যাবে।’