দেশের অনুদানভুক্ত ১ হাজার ৫১৯৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জেলা প্রশাসকদের তথ্য পাঠাতে বলা হয়েছে। তথ্য পাঠানোর আগে তা যাচাই করতে হবে ইউএনওদের। শিক্ষার্থীদের সংখ্যা, শিক্ষকরা অনুদানভুক্ত কি-না, শিক্ষকদের তথ্য, ব্যাংক হিসাব নম্বর ও মাদরাসার নাম ও ঠিকানা যাচাই করে পাঠাতে হবে অধিদপ্তরে। মাদরাসার তথ্য অন্তর্ভুক্ত করে জেলাভিত্তিক তালিকা পাঠাতে বলা হয়েছে ডিসিদের।
এসব তথ্য চেয়ে ডিসিদের চিঠি পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, প্রশাসনিক প্রয়োজনে এসব তথ্য চাওয়া হয়েছে।
গত ২০ মার্চ অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে সারা দেশে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসাগুলোর বিদ্যমান অবস্থা, শিক্ষক, শিক্ষার্থীর হালনাগাদ তথ্য প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মাদরাসাগুলোর সরেজমিনে পরিদর্শন করে তথ্য ৬ এপ্রিলের মধ্যে পাঠাতে বিশেষভাবে ডিসিদের অনুরোধ করেছে অধিদপ্তর।
জানা গেছে, নির্ধারিত তথ্য ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলা হয়েছে। উপজেলার নাম উল্লেখ করে মাদরাসার নাম, ঠিকানা, শিক্ষকের নাম ও পদবি, জন্মতারিখ ও এনআইডি নম্বর, যোগদানের তারিখ, অনুদানভুক্ত কি-না, শিক্ষকের হিসাব নম্বর ও ব্যাংকের না, বিদ্যমান শিক্ষার্থীর মোট সংখ্যা, ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যা মন্তব্যসহ পাঠাতে বলা হয়েছে ডিসিদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।