দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর: গাজীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ মে) রাতে এ ঘটনার পর গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত গাজীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।
ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে করে শিববাড়ী এলাকায় রেস্টুরেন্টে খেতে যান। রাত দেড়টার দিকে ক্যাম্পাসে ফেরার পথে একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকরা তিন শিক্ষার্থীকে মারধর করে। ঘটনা জানাজানি হলে কিছু ছাত্র জয়দেবপুর বাসস্ট্যান্ডে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গতকাল দুপুরে পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে।
পরিবহন শ্রমিক নেতা মো. জাকির হোসেন জানান, মোটরসাইকেলে ধাক্কা লাগলেও ছাত্র বা মোটরসাইকেলের কোনো ক্ষতি হয়নি। তারপর ছাত্ররা সংঘবদ্ধ হয়ে রাতে পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। তার দাবি, ১২-১৩টি বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। হামলায় দুই শ্রমিক আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল সকাল থেকে তারা গাজীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সব বাস বন্ধ করে দেন। সমঝোতা হওয়ায় আজ শনিবার সকাল থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফি জানান, বিষয়টি সমাধানের জন্য দুপুরে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক হয়েছে।