ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া রাইসা। তিনি আনোয়ার খান মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাইসার স্বামী তানজিম গণমাধ্যমকে জানান, ‘গত ১৮ জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেয়া হয়। পরদিন রাইসার প্লাটিলেট কাউন্টে ৩০০০ আসে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১ জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১০০০ আসে। কিন্তু আজ সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।’
জানা গেছে রাইসার বাড়ি বগুড়ায়। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ালেখা শেষ করে আনোয়ার খান মেডিক্যালে এমবিবিএস কোর্সে ভর্তি হন।
এদিকে রাইসার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আনোয়ার খান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাইসার মৃত্যুতে আনোয়ার খান মেডিক্যাল কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছে।