ডেঙ্গু আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর উপস্থিতির হার কমেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উপস্থিতির হারের তুলনায় নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক স্তরে শিক্ষার্থীর উপস্থিতি বেশি কমেছে।

বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শহীদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কিন্ডারগার্টেন ঘুরে শিক্ষার্থীর এমন অনুপস্থিতি লক্ষ করা গেছে।

রাজধানীর বিদ্যালয়গুলোতে দেখা যায়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শ্রেণিকক্ষে এরোসল, ব্লিচিং পাউডার, মশা মারার স্প্রে দেওয়াসহ আঙিনা, ছাদ, ওয়াশরুম, বারান্দা, ফুলের টব ও জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে।
পাশাপাশি শিক্ষার্থীদের বাসায় ফুলদানি, টব ও তার নিচের প্লেট পরিষ্কার করা, পানি ধরে রাখা হলে তা ফেলে নতুন পানি দেওয়া এবং বাড়ির আঙিনায় অভিভাবকদের সঙ্গে পরিষ্কার করার কাজে অংশ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। ঈদুল আজহার বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসব বিষয় প্রতিপালনে নির্দেশনা দিয়েছিল মাউশি।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী রোববারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নির্দেশনা পাঠানো হবে। গতকাল (বৃহস্পতিবার) মাউশি কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের হোমওয়ার্ক হিসেবে বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেওয়া হবে। এই হোমওয়ার্কের জন্য নির্ধারিত নম্বর থাকবে। বাড়িতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকরা নিশ্চিত করবেন। আবার বাসাবাড়ি ও আশপাশে পরিষ্কারের মাধ্যমে শিক্ষার্থীদের ওয়ার্ক ফোর্স হিসেবে ব্যবহার করা যাবে। এতে ডেঙ্গুর ভয়াবহতা কমানো সম্ভব হবে। ফলে ডেঙ্গু প্রতিরোধে এসব করণীয় জানতে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসতে হবে।

নেহাল আহমেদ বলেন, ডেঙ্গু ছোঁয়াচে রোগ নয়। কেউ কেউ বলে স্কুল বন্ধ করে দিতে। স্কুল বন্ধ করলেই তো ডেঙ্গু প্রতিরোধ নিশ্চিত করা যাবে না। বাসায় থেকেও অনেকে আক্রান্ত হচ্ছে। মশা শুধু স্কুলে থাকে না।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলমা জাহানের মৃত্যু হয়। গত মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান দ্বিতীয় শ্রেণির (বাংলা ভার্সন) গ শাখার শিক্ষার্থী মেহের জাবিন ছুঁইয়ের মা শিউলি আক্তার। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ড. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মর্নিং শিফট বি-র প্রথম শ্রেণির (ইংলিশ ভার্সন) শিক্ষার্থী রাইমা ইসলাম।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকের মৃত্যুর ঘটনা দুঃখজনক। কোথা থেকে তাদের এডিস মশা কামড় দিয়েছে সেটা বলা সম্ভব নয়। তবে শিক্ষার্থীসহ অভিভাবকদের ডেকে সচেতন করার চেষ্টা করছি। আমরা যদি নিজের বাসাবাড়ি পরিষ্কার করি, আর সিটি করপোরেশন বাইরের স্থান পরিষ্কার রাখলে ডেঙ্গুর ভয়াবহতা কমে আসবে।’


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে - dainik shiksha স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার, জানবেন যেভাবে - dainik shiksha এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার, জানবেন যেভাবে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি - dainik shiksha অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২ জানুয়ারি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা - dainik shiksha গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! - dainik shiksha দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! - dainik shiksha ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! গণভবন, ভিকারুননিসার বোন ও আইডিয়ালের কলোনি কোটা বাতিল - dainik shiksha গণভবন, ভিকারুননিসার বোন ও আইডিয়ালের কলোনি কোটা বাতিল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ভাসানী, শেরেবাংলা-সোহরাওয়ার্দীকেও জাতির পিতা করার পরামর্শ - dainik shiksha ভাসানী, শেরেবাংলা-সোহরাওয়ার্দীকেও জাতির পিতা করার পরামর্শ সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান: সারজিস - dainik shiksha সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান: সারজিস please click here to view dainikshiksha website Execution time: 0.0029020309448242