ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ায় পিরোজপুরের স্বরূপকাঠির তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং স্বরূপ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরিসহ বিভিন্ন অনিয়মে কারণে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আলম স্টোরকে ৩ হাজার টাকা, নেছারিয়া হোটেলকে ১ হাজার টাকা, হাওলাদার হোটেলকে ৪ হাজার টাকা ও ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করো হয়।
ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অবাহত থাকবে।