ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে অনলাইন ক্লাসের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক |

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে ‘অনলাইন ক্লাস মনিটরিং ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা এবং শতভাগ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকাল ৩টায় জুম অ্যাপ ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থী ও গুণিজনরা এ আলোচনা সভায় অংশ নেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুনুর রশীদ, বিশেষ অতিথি স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান শাহীন প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর হারুনুর রশীদ বলেন, করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে ডিগ্রি, অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের মাধ্যমে লেখাপড়ায় মনোযোগী করার শিক্ষকদের আন্তরিক হতে হবে। এছাড়া আগামী ১৬ জুলাইয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রি, অনার্স, মাস্টার্স নন-এমপিও শিক্ষকদের তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি আরও বলেন, অতি শীঘ্রই এই সকল শিক্ষকদের প্রণোদনার ব্যাপারে আলোচনার জন্য সিনেট অধিবেশন বসবে। কীভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে ইন্টারনেট সেবা সহজলভ্য করা যায় এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা যাতে সহজে অনলাইন ক্লাসে স্ব স্ব শিক্ষকের তালিকা এবং ছবিসহ ওয়েবসাইট খোলার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের লিডারশিপ সম্পন্ন গুণের প্রশংসা করে ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে মে’র মাঝামাঝি সময় থেকে প্রতিষ্ঠানটির অনলাইন ক্লাস শুরু হয়।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.013417959213257