দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। এ ঈদ উদযাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলমানরাও।
বুধবার (১০ এপ্রিল) পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এ জামাত অনুষ্ঠিত হয়।
এ দিন সকাল সাড়ে ৭টায় কনভেনশন সেন্টারে শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।
নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি বলেন, ‘চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও এভাবে ঈদ পালন করেছি।’
জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার নির্ধারিত। তবে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের কিছু জায়গায় আজ ঈদ উদযাপিত হচ্ছে। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ উদযাপন করে থাকেন।