ঢাকা কলেজের অধ্যাপক সনজিদা আক্তার আর নেই

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সনজিদা আক্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক সনজিদা আক্তার দীর্ঘদিন ধরেই লিভারের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি ভারত থেকে ট্রান্সপ্লান্টের মাধ্যমে লিভারের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণও করা হয়েছিল। তবে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

ড. আবদুল কুদ্দুস আরও বলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে পাঠদান করেছেন এবং অন্যান্য দায়িত্বও পালন করছিলেন। শারীরিকভাবে গুরুতর অসুস্থতা নিয়েও নিয়মিত কলেজে আসতেন এবং শিক্ষার্থীদের পাঠদান থেকে শুরু করে বিভাগের বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পন্ন করেছেন। আমাদের জন্য তিনি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। তার মৃত্যুতে ঢাকা কলেজের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, ঢাকা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। আমরা একই ব্যাচের এবং একই বিভাগের শিক্ষক। ঢাকা কলেজে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা করেছেন। সাধারণ শিক্ষার্থীসহ সবার কাছেই তিনি অত্যন্ত সমাদৃত ও শ্রদ্ধাভাজন ছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

অধ্যাপক সানজিদা আক্তারের জন্ম ১৯৬৪ সালের ৭ অক্টোবর পিরোজপুর জেলায়। ১৯৯৩ সালে তিনি ১৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। সবশেষ ২০১৭ সালের ৪ এপ্রিল ঢাকা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা কলেজেই বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0043528079986572