ঢাকা কলেজ অধ্যক্ষকে ঘেরাও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা কলেজ শিক্ষার্থীদের বাসসহ নানা সংকট নিরসনরের দাবিতে সমাবেশ ও মানববন্ধন শেষে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ)  দুপুর সাড়ে ১২টায়  মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লার কার্যালয়ে গিয়ে আশানুরূপ সাড়া না পেয়ে কার্যালয় ঘেরাও করে রাখে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করে। বেলা দেড়টার দিকে রোববারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলে এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলের ব্যবস্থা আছে ২ হাজারেরও কম। বাস আছে মাত্র ৪টি। ফলে ক্লাস করতে শিক্ষার্থীদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ক্যান্টিনে উচ্চমূল্যের খাবার, ক্যাম্পাসে যথাযথ গ্রন্থাগার না থাকা, জরাজীর্ণ আবাসিক হল, রিডিং রুম সংকটসহ নানা সমস্যা রয়েছে। এসব কারণে বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হয়েছে।

আন্দোলনের আহ্বায়ক মুশফিকুর রহিম বলেন, বাস সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। সর্বশেষ এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন অধ্যক্ষ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় আমাদের অধ্যক্ষের কার্যালয় অবরোধের মতো কর্মসূচি দিতে হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ বলেন, বাসের জন্য অনেক আগেই প্রধানমন্ত্রীর দফতরে আবেদন করা হয়েছে। শিক্ষামন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বিআরটিসির কাছে ভাড়ায় ২টি ডাবল ডেকার বাস চেয়েছি। আশা করছি, শিগগিরই বাস সমস্যার সমাধান হবে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, জামাল উদ্দিন মাহি, হিরুন ভুঞা, রাসেল মাহমুদ, শেখ রাসেল, ফোয়াদ, হুমায়ূন রানা, শেখ মিথুন; সদস্য সজিবুল হাসাম, জাহিদ, আল মাসুম, শাহাদাত হোসেন প্রমুখ। কলেজের বাস সমস্যা সমাধানসহ ৫ দফা দাবিতে ২০ মার্চ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027940273284912