ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বাংলাদেশে বিদেশি ভাষা হিসেবে আরবি ভাষা শিক্ষা কার্যক্রম : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউটের মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পেতে আরবি ভাষায় দক্ষতা অর্জনের বেশ গুরুত্বপূর্ণ। আরবি ভাষা শুধু ধর্মীয় ভাষা হিসেবে বিবেচিত নয়। বরং বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটি একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে পঠন-পাঠন পদ্ধতির আধুনিকায়ন বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদী রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ মুহসীন। এছাড়াও আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ আহসান উল্লাহ মিয়া।