পিএইচডি পর্যায়ে গবেষণায় নিয়োজিতদের একেএম আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহান স্মারক গবেষণা বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। ৫ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।
সোমবার (২ ডিসেম্বর) অনুষদের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত, এক কপি ছবি ও গবেষণা প্রস্তাবনা/গবেষণা কর্মের বিষয়বস্তু (সর্বোচ্চ ২ পৃষ্ঠার মধ্যে) সংযুক্ত করতে হবে।
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিভাগের অধীনে পিএইচডি পর্যায়ে গবেষণারত প্রার্থী যারা বিভাগীয় একাডেমিক কমিটিতে কমপক্ষে একটি পিএইচডি সেমিনার প্রদান করেছেন তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১ জন করে দুই অনুষদের ২ জন পিএইচডি গবেষককে এই বৃত্তি দেয়া করা হবে।
প্রত্যেক গবেষক ত্রিশ হাজার টাকা দুই কিস্তিতে গবেষণা বৃত্তি পাবেন। প্রথম কিস্তির টাকা পরিশোধের পর সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের সুপারিশক্রমে দ্বিতীয় কিস্তির টাকা ২য় সেমিনার সম্পন্ন করার পর পরিশোধ করা হবে।