দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : 'গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪।
সোমবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্বদ্যিালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করায় সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, লাইব্রেরি হল জ্ঞানের ভান্ডার। বই পড়ার মাধ্যমে পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, মানবতার প্রকাশ সর্বোপরি নিজের সম্পর্কে জানা যায়।
বর্তমানে দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি রয়েছে। সকল পর্যায়ের মানুষের জন্য শুধু সরকারি নয়, বেসরকারি কিংবা ব্যক্তিগত পর্যায়ে লাইব্রেরি প্রতিষ্ঠা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমৃদ্ধ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।