ঢাবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন

ঢাবি প্রতিনিধি |

‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সারা বিশ্বে ৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং জাতীয় পর্যায়ে ২৪তম প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ ‘প্রতিবন্ধী দিবস আন্তবিভাগ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এবং বিশেষ শিশুদের অংশগ্রহণে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস অঙ্কন প্রতিযোগিতা- ২০২২’ আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে। 

সকাল নয়টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘প্রতিবন্ধী দিবস আন্তবিভাগ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’-এর সমাপনী প্রতিযোগিতা এবং সকাল ১০টায় কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ প্রাঙ্গণে বিশেষ শিশুদের অংশগ্রহণে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস অঙ্কন প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর নৃত্য পরিবেশনার মাধ্যমে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস অঙ্কন প্রতিযোগিতা-২০২২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয়। ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আহমেদ। অনুষ্ঠানে প্রতিবন্ধিতা বিজয়ীর গল্প তুলে ধরেন হৃদয় সরকার। হৃদয় সরকার একজন সেরেব্রাল পালসি বিজয়ী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) যুগ্ম সাধারণ সম্পাদক, কলামিস্ট (আন্তর্জাতিক সম্পর্ক) এবং ডিজঅ্যাবিলিটি রাইটস অ্যাকটিভিস্ট। হৃদয় তাঁর জীবনের নানা ঘাত-প্রতিঘাত, সংগ্রাম এবং সর্বোপরি প্রতিবন্ধিতা বিজয়ের গল্প তুলে ধরেন; উদ্বুদ্ধ করেন উপস্থিত বিশেষ শিশুদের সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং শান্তি ও নিরাপত্তা প্রদান সম্ভব। বিশেষ শিশুদের অংশগ্রহণে এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের যেমন সুযোগ হচ্ছে, সাধারণ মানুষ এসব শিশু সম্পর্কে জানতে পারছে, শিশুরা মানুষের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছে এবং তাদের যে সামাজিক যোগাযোগে অক্ষমতা থাকে, সেটারও উন্নয়ন হচ্ছে বলে মনে করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়াউর রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হাকিম আরিফ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করায় এ বিভাগকে ধন্যবাদ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিবন্ধী ও বিশেষ মানুষ সম্পর্কে সমাজে ইতিবাচক ধারণা তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসাইন খান এবং বিএসএমএমইউর ট্রেনিং কো-অর্ডিনেটর (ইপনা) মাজহারুল মান্নান।

‘বিশ্ব প্রতিবন্ধী দিবস অঙ্কন প্রতিযোগিতা-২০২২’-এর দুই গ্রুপের সেরা তিনজন, অর্থাৎ মোট ছয়জন বিশেষ শিশুকে ক্রেস্ট প্রদান করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশুর জন্য ছিল আকর্ষণীয় মেডেল, সার্টিফিকেট এবং শিল্পী হাশেম খানের ছবি আঁকার বই। ‘প্রতিবন্ধী দিবস আন্তবিভাগ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’-এর বিজয়ী এবং রানার্সআপ দলকেও এ সময় পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সভাপতি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস অঙ্কন প্রতিযোগিতা-২০২২’-এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যেমনভাবে সক্ষমতা প্রকাশ পাচ্ছে, ‘প্রতিবন্ধী দিবস আন্তবিভাগ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’-এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সম্পর্কে জ্ঞানের পরিধি কেবল কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগেই সীমাবদ্ধ না রেখে এই বিভাগের বাইরেও সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
‘২৬ লাখ টাকা’র প্রধান শিক্ষক নাজমার শাস্তি দাবি আনন্দময়ী স্কুল ছাত্রীদের - dainik shiksha ‘২৬ লাখ টাকা’র প্রধান শিক্ষক নাজমার শাস্তি দাবি আনন্দময়ী স্কুল ছাত্রীদের জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা ইএফটিতে বেতন: ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের অসন্তোষ - dainik shiksha ইএফটিতে বেতন: ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের অসন্তোষ পবিপ্রবিতে গাঁজাসহ ৫ মাদকসেবী আটক - dainik shiksha পবিপ্রবিতে গাঁজাসহ ৫ মাদকসেবী আটক ভর্তিতে লটারি বাতিলের দাবিতে সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ভর্তিতে লটারি বাতিলের দাবিতে সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রাথমিকের ১০ম গ্রেডের দাবি সর্বজনীন - dainik shiksha প্রাথমিকের ১০ম গ্রেডের দাবি সর্বজনীন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030629634857178