ঢাবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত

ঢাবি প্রতিনিধি |

‘প্লানেট ওসেন: টাইডস আর চেঞ্জিং’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিশ্ব সমুদ্র দিবস’ পালিত হয়েছে।  বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সকালে কার্জন হল প্রাঙ্গণে এক র্যালি বের করা হয়। 

র‌্যালিতে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থীেো অংশ নেন। 

এসময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমাদের আশেপাশের পরিবেশ দূষিত হওয়ার কারণে সমুদ্র দূষণ বেড়ে চলেছে। সমুদ্র রক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে আরো সচেতন হতে হবে। সমুদ্র বিশ্বের বিভিন্ন দেশ, মানুষ ও জাতির মধ্যে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, সমুদ্রকে নিরাপদ রাখতে না পারলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে এবং প্রতিটি দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্রকে দূষণমুক্ত রাখা ও সমুদ্রসম্পদ সংরক্ষণে আরো গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করার জন্য উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।

এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ব্লু ইকোনমির সম্ভাবনা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের মতো একটি ঘণবসতিপূর্ণ দেশ জলবায়ু পরিবর্তনসহ নানারকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। পরিবেশ দূষণ রোধে বিশেষ করে সমুদ্র সম্পদ রক্ষায় সবাইকে আরো সচেতন হতে হবে বলে তিনি উল্লেখ করেন। 

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সমুদ্র সম্পদ রক্ষা এবং যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বলেন, এক্ষেত্রে বিশেষ গবেষণা অঞ্চল তৈরি করতে হবে। তিনি বলেন, সমুদ্র নিরাপদ রাখতে পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং বিকল্প হিসেবে অর্গানিক প্লাস্টিক ব্যবহার শুরু করতে হবে। 

এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জিআইজি) মুখ্য উপদেষ্টা ড. স্টেফান আলফ্রেড গ্লোয়েনিওন্ড এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের (আইইউসিএন) বাংলাদেশ প্রতিনিধি রকিবুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী এবং বিভাগের ভিজিটিং অধ্যাপক ড. তনিয়া অস্ট্রিড কপুয়ানো মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0062909126281738