ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে আদালতে নিয়েছে পুলিশ। অভিযুক্তদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। একই সাথে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, হল প্রশাসনের অবহেলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বুধবার রাতে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারো তাকে মারধর করা হয়। মধ্যরাতে তোফাজ্জলকে প্রথমে শাহবাগ থানায় নেয়া হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।