ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বেগম জাহান আরা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
গতকাল বৃহস্পতিবার দিবাগত-রাতে জার্মানিতে মৃত্যুবরণ এ অধ্যাপক। দৈনিক শিক্ষাডটকমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির।
তিনি জানান, অধ্যাপক বেগম জাহান আরা আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষার শিক্ষক হিসেবে কর্তব্যরত ছিলেন। এছাড়া এ ইনস্টিটিউটে তিনি পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একজন খ্যাতনামা ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও ভাষার শিক্ষক হিসেবে বেশ সমাদৃত ছিলেন। এখন হয়তো অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু তার যুগে তার গ্রন্থ রচনাগুলোর এক ধরনের বিশেষ উপযোগিতা ছিলো। তার মৃত্যুতে আমরা আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিবার গভীর শোকাহত।
এদিকে অধ্যাপক ড. বেগম জাহান আরার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে ঢাবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. বেগম জাহান আরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষার একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। একজন জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবেও তিনি সমাদৃত ছিলেন। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই প্রথিতযশা ভাষাবিজ্ঞানী বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক হিসেবেও অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বাংলা ভাষা শিক্ষার প্রসার, গবেষণা এবং সাহিত্য রচনায় অনন্য অবদানের জন্য গুণী এই শিক্ষক স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।