ঢাবির কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু আজ

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনা ও বিভাগটির শিক্ষার্থীদের অভিনয়ে ১৬ তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হচ্ছে আজ। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।

‘হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব, নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আট দিনের এই নাট্যোৎসবে ১৫ জন শিক্ষার্থীর নির্দেশনায় ১৫টি নাটক এবং শিক্ষক নির্দেশিত একটিসহ মোট ১৬টি নাটকের প্রদর্শনী চলবে। শিক্ষার্থী নির্দেশিত ১৫টি নাটকের মধ্যে পাঁচটি মৌলিক নাটকসহ সাতটি বাংলা ও তিনটি পাশ্চাত্য নাটক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী শুরু হবে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আসাদুজ্জামান নূরকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

সার্বিক বিষয়ে বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান বলেন, এই নাট্যোৎসবে বিভাগের অনার্স সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা নাটক নির্দেশনা দিচ্ছে। শিক্ষার্থীদের দর্শকভীতি দূর করা ও নাটক নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কী রকম সেটা এই আয়োজনের মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয় আমাদের কাছে। এটা শুধু নাটক প্রদর্শনীই না। বরং এটা তাদের একটি কোর্সের পরীক্ষাও বটে।

কোন দিন কোন নাটক:

আজ সন্ধ্যায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক দিয়ে শুরু হবে নাট্যোৎসব। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ক্যাম্প’ নাটকটি। মুহম্মদ জাফর ইকবালের লেখা থেকে ‘ক্যাম্প’র নাট্যরূপ দিয়েছেন শংকর কুমার বিশ্বাস এবং নিদের্শনা দিয়েছেন দীপম সাহা।

আগামীকাল (শুক্রবার) মঞ্চস্থ হবে ‘কাক চরিত্র’ নাটকটি। মনোজ মিত্রের লেখা নাটকটিতে নির্দেশনা দিয়েছেন সাদমান ফাহিম। এছাড়াও একই দিনে দেখানো হবে নাটক ‘হিস্যা’। সাদাত হাসান মান্টো থেকে অনুপ্রাণীত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ওবায়দুর রহমান সোহান।

পরদিন ৩ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দ্য গেম’ নাটক। লুইজি ব্রায়ান্টের লেখা থেকে রূপান্তর ও নির্দেশনায় দিয়েছেন সায়র নিয়োগী। ওইদিন ‘ফুড কনফারেন্স’ নাটকটিরও প্রদর্শনী হবে। আবুল মনসুর আহমেদের লেখা থেকে ‘ফুড কনফারেন্স’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ফারজাদ ইফতেখার কাব্য।

‘ডেথ অব দ্য মুন’ মঞ্চস্থ হবে ৪ ডিসেম্বর। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নীলিমা হোসেন। একই দিনে মঞ্চস্থ হবে ‘নিনামার জবানবন্দি’ নাটকও। শংকর কুমার বিশ্বাসের লেখা থেকে এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুজানা জাহেদী।

৫ ডিসেম্বর সন্ধ্যায় ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাজাই’ নাটক দিয়ে শুরু হবে। উইলিয়াম সিডনি পোর্টারের লেখা থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহবাজ ইশতিয়াক পূরণ। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ ও ‘ফ্যাতাড়ু’ নাটক দুটি। আন্তন চেখভের লেখা থেকে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ অনুবাদ করেছেন ফয়সাল আবির এবং রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন হোসাইন জীবন। এছাড়া নবারুণ ভট্টাচার্যের লেখা থেকে ‘ফ্যাতাড়ু’ এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রাফায়াতুল্লাহ।

পরদিন ৬ ডিসেম্বর ‘চূর্ণলিপি’ মঞ্চস্থ হবে। এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন নিকিতা আযম। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কণ্ঠনালীতে সূর্য’। মোহিত চট্টোপাধ্যায়ের রচনা থেকে নির্দেশনা দিয়েছেন তনুশ্রী কারকুন।

‘রূপান্তর’ মঞ্চস্থ হবে ৭ ডিসেম্বর। অচিন্ত্যকুমার সেনগুপ্তের উপসংহার অবলম্বনে ‘রূপান্তরের’ নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রণব রঞ্জন বালা। দ্বিতীয় নাটকটি হলো ‘একটি আদর্শ সেবা সংস্থা’, রচনা ও নির্দেশনা দিয়েছেন নাসরিন সুলতানা অনু।

উৎসবের সমাপনী দিন ৮ ডিসেম্বরের মঞ্চস্থ হবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই প্রণীত ‘মহুয়া’।নাটকটপির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক রহমত আলী।


পাঠকের মন্তব্য দেখুন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ - dainik shiksha গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা - dainik shiksha পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ - dainik shiksha শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য - dainik shiksha হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031838417053223