দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজিয়ে চলছে জাতীয় কবিতা উৎসব। শব্দের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে শুরু হয় দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। উৎসবকে ঘিরে মঞ্চে উচ্চ শব্দে কবিতা আবৃত্তি করা হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন গ্রন্থাগারে পড়তে আশা একাধিক শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোঁজামিল উত্তর দিয়ে নিজেদের দায় সেরেছেন গ্রন্থাগার কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জসীম উদ্দিন নামে মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, সকাল থেকে সাউন্ড বক্সে কবিতা পাঠ, গান বাজানো হচ্ছে। অথচ পাশেই গ্রন্থাগারে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। এটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না। আয়োজক কর্তৃপক্ষের বিবেকবোধ থাকা উচিত ছিলো।
অর্পা মজুমদার নামের এক শিক্ষার্থী বলেন, তারা অন্য কোনো জায়গায় এই উৎসবটা করতে পারতো। গ্রন্থাগারের পাশে এভাবে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটাতে পারে না তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে তাদের এখানে প্রোগ্রাম করার অনুমতি দিলো সেটা আমার বোধগম্য নয়।
এ আয়োজনের মূল দায়িত্বে থাকা জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়েরই উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সামাদ বলেন, কালকে এটা (সাউন্ড) কমানো হবে। এটা সমস্যা হওয়ার কথা না। এটা ৪০ বছর ধরে চলছে। কালকে হলে এবারের জন্য শেষ।
এ বিষয়ে জানতে চাইলে গ্রন্থাগার পরিচালক নাসিরুদ্দিন মুন্সী বলেন, এটা কবিতা পরিষদের উৎসব। আমাদের উপ-উপাচার্যও এর সঙ্গে জড়িত আছেন। প্রতিবছরই তারা করেন। দুদিন একটু কষ্ট হবে। কিছু করার নেই।