ঢাবির চ ইউনিটে ভর্তিতে একই দিনে দুই অংশের পরীক্ষা, আধা ঘণ্টা আগে আসন গ্রহণ

ঢাবি প্রতিনিধি |

আগামীকাল শনিবার চারুকলা অনুষদভুক্ত চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি। এ দিন পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত আসন গ্রহণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষাতে গত বছরগুলোর প্রচলিত পদ্ধতি সংস্কার করে একই দিনে বহুনির্বাচনী ও অংকন পরীক্ষা নেয়া হবে।

শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে প্রায় ৭ হাজার ৯৭টি আবেদন পড়েছে। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় ৫৩ শিক্ষার্থী।

এদিকে গত বছরগুলোতে বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণরা অংকন বা ফিগার ড্রয়িংয়ে সুযোগ পেত। এ বছর এ ইউনিটের ভর্তি পরীক্ষায় সংস্কার করে একই দিনে ২টি অংশে অনুষ্ঠিত হবে। সাধারণ জ্ঞানে ৪০ নম্বর ও  অংকনে (ফিগার ড্রয়িং) ৬০ নম্বরসহ মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে।

জানা গেছে, সাধারণ জ্ঞান অংশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বাংলা ও ইংরেজিসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি বিষয়ে প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

এদিকে পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, ক্যালকুলেটর, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ডসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ও ডিভাইস সম্বলিত কলম, ঘড়ি, চশমা এবং ইয়ারফোন ইত্যাদিসহ প্রবেশ করতে

পারবে না। অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য সরঞ্জামাদি (যেমন-পেনসিল, ইরেজার, কলম এবং ক্লিপবোর্ড) পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে।

সাধারণ জ্ঞান পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর প্রাপ্তদের অংকন পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ৪০ শতাংশ নম্বর প্রাপ্তরা উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে পরীক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ২০শতাংশ যুক্ত করে সর্বমোট ১২০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043239593505859