ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেয়ার তিন ঘণ্টা পর ছুটি বাতিল হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তর। এখন জনসংযোগ দপ্তর বলছে, ছুটি কিছুটা আংশিক পরিবর্তন করা হয়েছে।
তবে তিন ঘণ্টা আগে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপিতে ছুটি বাতিল না হওয়ার বিষয়ে জানানো হয়। আরো পড়ুন: ঢাবির শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল
এতে বলা হয়, একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ১০ থেকে ১৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ থেকে ৩১ ডিসেম্বর এবং ২০২৪ খ্রিষ্টাব্দের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ২৬-৩০ মের পরিবর্তে ২৪-৩০ জুন করা হয়েছে। উল্লেখ্য, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল বা কর্তন করা হয়নি।