রাজধানীর শাহবাগ থানায় আটকে রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মুক্ত করেছেন শিক্ষকরা। দুই শিক্ষার্থী হলেন: শরীফুল ইসলাম ও মেহেদী হাসান।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় অপারেজয় বাংলা থেকে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে র্যালি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। র্যালি নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরি, শাহবাগ প্রদক্ষিণ করে থানায় প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বাধা দেয় পুলিশ।
বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন শিক্ষককে ভিতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। শিক্ষকদের প্রতিনিধি দল ওসির সঙ্গে বৈঠক করে ছাড়িয়ে আনেন শিক্ষার্থীদের।
সময় শিক্ষার্থীরা জানান, থানায় তাদের প্রতি কোন নির্যাতন করা হয়নি। আর শিক্ষকরা বলেন হামলাকারীদের না ধরে আক্রান্ত শিক্ষার্থীদের এভাবে আটক করা দুঃখজনক।
এ প্রসঙ্গে শিক্ষক আসিফ নজরুল বলেন, আমরা জেনেছি তাদের শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু কোনোরকম যোগাযোগ ছাড়া তাদের যে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে, তা এক ধরনের মানসিক টর্চার।