ঢাবির প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৩ অক্টোবর) রাতে শাহবাগ থানায় মামলাটি করেন ঢকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান। এ মামলায় ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা হলেন জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব ও তানবির আহমেদ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার একেএম নিয়াজ মোল্যাহ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তাকর্মী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেছেন। আসামিদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ

এদিকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে শনিবার দুপুরে বগুড়া শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকায় দুটি ভর্তি সহযোগী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে ৬টি কম্পিউটার জব্দ করেছে পুলিশ।

ঢাবি প্রতিনিধি জানান, তিন সদস্যের কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এ ধরনের অভিযোগ আসার পর থেকেই আমরা কাজ করছি। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সম্পর্কে সবাইকে জানাতে পারব।

অারও পড়ুন: ঢাবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি

প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির দুই সদস্য হলেন- জীববিজ্ঞান অনুষদের ডিন ইমদাদুল হক ও সহকারী প্রক্টর মাকসুদুর রহমান।

এ বিষয়ে প্রোভিসি অধ্যাপক সামাদ বলেন, শুক্রবার রাতে তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার ছুটির দিনেও আমরা একটি মিটিং করে গাইডলাইন ঠিক করেছি। রোববার (আজ) আরও একটি মিটিং করব।

প্রসঙ্গত, টানা তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। শুক্রবার পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা ১৭ মিনিটে হাতে লেখা উত্তরসহ ওই প্রশ্নপত্র পাওয়া যায়।

পরীক্ষা বাতিল দাবি প্রগতিশীল ছাত্র জোটের : এদিকে প্রশ্নফাঁসের দায়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। পাশাপাশি প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন তারা।

শনিবার সন্ধ্যায় জোটের বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল-পরবর্তী এক সমাবেশ থেকে এ দাবি করে। টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন ঘুরে রাজু ভাস্কর্যে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জোটের ঢাবি শাখার সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, ভর্তি জালিয়াতির ঘটনায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল করতে হবে। তা না হলে জোটের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তিনি।

বগুড়ায় অভিযান : বগুড়া ব্যুরো জানায়, ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে শনিবার দুপুরে শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকায় দুটি ভর্তি সহযোগী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ সময় ওই দুটি প্রতিষ্ঠান থেকে ৬টি কম্পিউটার জব্দ করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে বগুড়ার কিছু প্রতিষ্ঠান জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সিআইডির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুসারে শনিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। জলেশ্বরীতলার রানার মালিকানাধীন ‘রাহিমা অ্যাডমিশন’ থেকে ৪টি ও সূত্রাপুরের পাপ্পুর ‘গুগল অ্যাডমিশন’ থেকে ২টি কম্পিউটার জব্দ করা হয়। অভিযান টের পেয়ে রানা ও পাপ্পু পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027809143066406