ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভাইভা বোর্ড স্থগিত

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ড স্থগিত করা হয়েছে। আগামী ১৭ মে বোর্ড বসার কথা থাকলেও সেটা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছেন বোর্ড সভাপতি ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল। 

সোমবার (১৫ মে) সকালে উপ-উপাচার্য মাকসুদ কামালের অফিস সহকারী মাহমুদা খানম সুমি এই তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে, প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিভাগের অন্যান্য শিক্ষক ও আবেদন প্রার্থীরা। বোর্ড বাতিল হয়ে নতুন বোর্ড আরও নিরপেক্ষ ও সুষ্ঠু হবে এবং যোগ্য প্রার্থীই শিক্ষক হিসেবেই নিয়োগ পাবেন বলেই তাদের ধারণা। 

এর আগে, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে বহিষ্কৃত হয়েও শিক্ষক নিয়োগ বোর্ডে থাকছেন অধ্যাপক বাহাউদ্দীন শিরোনামে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। অধ্যাপক বাহাউদ্দীন গত বছরের ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বহিষ্কার হন।

কিন্তু তারপরও তাকে নিয়োগ ভাইভা বোর্ডে রাখায় বিতর্কের সৃষ্টি হয় এবং উপ-উপাচার্য বরাবর একাধিক শিক্ষক ও আবেদন প্রার্থী অভিযোগ জানান। ফলে বোর্ডকে আরও নিরপেক্ষ ও নিয়োগ প্রক্রিয়াকে আরও সুষ্ঠু করতেই এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একাধিক শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, একজন শিক্ষক যেখানে বিভাগের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বহিষ্কৃত, তিনি আবার শিক্ষক নিয়োগের মত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বোর্ড মেম্বার হিসেবে কোনোভাবেই থাকতে পারেন না।

তাছাড়া তিনি বোর্ডে থাকার একমাত্র উদ্দেশ্য হলো তার প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার সকল চেষ্টা করা ও অন্যান্য আবেদনকারীর ভাইবা কঠিন ও জটিল করা। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বোর্ড গঠনে অধ্যাপক বাহাউদ্দীনকে বোর্ড থেকে অপসারণ করাটাই সবচেয়ে প্রয়োজন ছিলো এবং সেটাই হয়েছে।  

অন্য একজন অধ্যাপক বোর্ড বাতিল হওয়ায় খুশি হয়ে বলেন, বোর্ড বাতিল হয়েছে এটি একটি ভালো সংবাদ। অধ্যাপক বাহাউদ্দীন থাকলে বোর্ড কখনোই সুষ্ঠু হবার সম্ভাবনা ছিলো না। তাকে বাদ দিয়ে উপ-উপাচার্য শিক্ষা অত্যন্ত ভালো একটি উদাহরণ সৃষ্টি করেছেন যে কেউ অন্যায়ভাবে নিজের প্রার্থীকে নিয়োগ দিতে পারবেন না।

তবে বোর্ড বাতিল হলেও জানানো হয়নি পরবর্তী সম্ভাব্য তারিখ। ফলে নিয়োগ পদপ্রার্থীরা পাচ্ছেন আরও কিছু সময় নিজের যোগ্যতাকে বিকশিত করার ও শিক্ষকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরার। 

ভাইভা বোর্ড স্থগিত হওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, ভাইবা বোর্ড নিরপেক্ষ নয় বা বহিষ্কৃত শিক্ষক নিয়ে ভাইবা বোর্ড গঠন হওয়া নিয়ে বিভিন্ন নিউজ প্রকাশিত হওয়ায় আমি উপাচার্য স্যারের সাথে কথা বলে এবং বিভিন্ন শিক্ষকদের সাথে পরামর্শ করে বোর্ড বাতিল করেছি। 


পাঠকের মন্তব্য দেখুন
চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে - dainik shiksha চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ - dainik shiksha সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন - dainik shiksha রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? - dainik shiksha বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে - dainik shiksha ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি - dainik shiksha প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0042009353637695