দৈনিক শিক্ষাডটকম ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল থেকে অছাত্র ও বহিরাগতদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। হল থেকে অছাত্রদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ওই অভিযান এখনো চলমান রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ছাত্রত্ব না থাকা ৬টি রুমে তালা দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, হলে অছাত্র ও বহিরাগতরা থাকছেন এমন খবরের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এদিকে বারান্দায় ফাটল দেখা দেয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এই হলে কোনো ছাত্রকে সিট বরাদ্দ দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, হলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার পরও বারান্দায় এখনো অনেকেই থাকছেন। এছাড়া আমি খবর পেয়েছি দীর্ঘদিন ধরে অছাত্র এবং বহিরাগতরা এই হলে থাকেন। আমি নিজেই উপস্থিত থেকে অভিযান চালিয়েছি। দ্রুত সময়ের মধ্যে বারান্দা খালি করা এবং অছাত্র ও বহিরাগতদের বের করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপাচার্য স্যার নিজেই এসেছেন এবং নির্দেশনা দিয়েছেন বারান্দা খালি করার এবং যাদের ছাত্রত্ব শেষ তাদের বের করার। আমরা সে অনুযায়ী কাজ করছি। ইতোমধ্যে বারান্দা প্রায় খালি করা হয়েছে। কয়েকটি রুমে তালাও দেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।