ঢাবির ১৭তম কেন্দ্রীয় নাট্যোৎসবের পর্দা উঠছে

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আয়োজনে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর কালজয়ী সৃষ্টি ডাকঘর। 

জানা গেছে, ৯ দিনব্যাপী উৎসব শুরু হতে যাওয়া নাট্যোৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে। এবার বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

রোববার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পথচলার অন্যতম বাহক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। এবারের উৎসবের উল্লেখযোগ্য বিশেষ দিক হচ্ছে, তরুণরা বাংলা ভাষার প্রতিথযশা সাহিত্যিক রচিত পাণ্ডুলিপি নিয়ে নাটক নির্দশনা দিচ্ছে। এই নান্দনিক আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ আরো বেগবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন এবং সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থাকছে রিফাত জাহান শাওনের নির্দেশনায় সেলিম আল দীনের নাটক সংবাদ কার্টুন এবং রিফাত করবীর নির্দেশনায় আহমদ ছফার নাটক মরণবিলাস। ৪ অক্টোবর থাকছে মুজাহিদুল ইসলাম রিফাতের নির্দেশনায় মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা এবং রিজভী সুলতানার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চণ্ডালিকা। ৫ অক্টোবর থাকছে তাহিয়া তাসনিমের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের নাটক ঈর্ষা এবং মৌমিতা সরকারের রচনা ও নির্দেশনায় নাটক বৈদেহী। ৬ অক্টোবর থাকছে মিরহাজুল শিবলীর নির্দেশনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী নাটক কমলাকান্তের জবানবন্দি এবং জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আবদুল্লাহ আল মামুনের নাটক কোকিলারা। 

৭ অক্টোবর থাকছে তরিকুল সর্দারের নির্দেশনায় উৎপল দত্তের নাটক মেঘ এবং সালমান নূরের নির্দেশনায় নূরুল মোমেনের নাটক নেমেসিস। ৮ অক্টোবর থাকছে প্রাণ কৃষ্ণ বণিকের নির্দেশনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাটক সত্যান্মেষী এবং এস এ তানভীরের নির্দেশনায় রবীন্দ্রনাথের ঠাকুরের নাটক স্ত্রীর পত্র। ৯ অক্টোবর থাকছে দেবলীনা চন্দ্র দৈবীর নির্দেশনায় বদরুজ্জামান আলমগীরের নাটক অহরকন্ডল ও জয়া কস্তার নির্দেশনায় মুনীর চৌধুরীর নাটক দণ্ডকারণ্য মঞ্চায়িত করার কথা রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
বাকী সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ একসঙ্গে : শিক্ষা উপদেষ্টা - dainik shiksha বাকী সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ একসঙ্গে : শিক্ষা উপদেষ্টা আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা - dainik shiksha আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : এহছানুল হক মিলন - dainik shiksha শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : এহছানুল হক মিলন পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু শিক্ষক - dainik shiksha পদত্যাগে বাধ্য হয়েছেন ৪৯ হিন্দু শিক্ষক শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিলেন কামাল চৌধুরী - dainik shiksha শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পাঠ্যবই থেকে বাদ দিয়েছিলেন কামাল চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026209354400635