ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডেভিড সি. অলড্রিজ সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন কেমব্রিজ অধ্যাপক। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন।
এসময় উপাচার্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
পরে, অধ্যাপক ড. ডেভিড সি অলড্রিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে : Aquatica Ecological Research: Global Perspectives শীর্ষক সেমিনারে বক্তৃতা দেন।