ঢাবি চারুকলার সঙ্গে চুক্তি নবায়ন বার্জার পেইন্টস

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গে অনুষদের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনঃনবায়ন করলো বাংলাদেশের শীর্ষ পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত ২৮ এপ্রিল রোববার, বার্জারের কর্পোরেট অফিসে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট, ডিইউ’ প্রদান সংক্রান্ত চুক্তি নবায়ন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা মো. মহসিন হাবিব চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, চিত্রশিল্পী চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খান-সহ বার্জার পেইন্টস এবং চারুকলার অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে এবছরের এপ্রিল থেকে আরও ৫ বছরের জন্য শুরু হতে যাওয়া দুই প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণের উপলক্ষটি উদযাপন করা হয়।

 
  
২০১৭ খ্রিষ্টাব্দে সূচনার পর থেকেই ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট, ডিইউ’ প্রোগ্রামটি চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতিতে এবং মেধার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আসছে। প্রোগ্রামটির অধীনে বার্জার পেইন্টস প্রতিবছর মোট ৯টি মেধাবৃত্তি প্রদান করে আসছে, যার মধ্যে রয়েছে বিভাগভিত্তিক সেরা শিক্ষার্থীদের স্বীকৃতি এবং সব বিভাগ মিলিয়ে বছরের সেরা শিক্ষার্থীর জন্য ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পুরস্কার।
 
চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টসের এই সহযোগিতাকে আরও সমৃদ্ধ করতে নবায়নকৃত চুক্তির অংশ হিসেবে চালু হতে যাচ্ছে ‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন’। পূর্বের ৯টি মেধাবৃত্তির সঙ্গে এই নতুন বিভাগ যোগ হওয়ার পর এখন থেকে মোট ১০টি পুরস্কার প্রদান করা হবে। নতুন এই বিভাগের সংযোজন শৈল্পিক অভিব্যক্তির আরও নতুন নতুন দিক প্রসারের ক্ষেত্রে বার্জার পেইন্টসের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাথে সহযোগিতার সম্প্রসারণে উচ্ছ্বাস প্রকাশ করে চুক্তি নবায়ন অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রতিভাকে স্বীকৃতি দিতে প্রতিবছর ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট’ প্রদান করতে পেরে বার্জার পেইন্টস সম্মানিত বোধ করে। আর এই উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখতে আমরা যে আমাদের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে পারছি এ জন্যও আমি অত্যন্ত আনন্দিত।  

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের জন্যই না, ১৯৯৬ খ্রিষ্টাব্দ থেকে বার্জার সারা বাংলাদেশের তরুণ শিল্পীদের প্রতিভার বিকাশে এবং তাদের ক্ষমতায়নে ‘বার্জার ইয়াং পেইন্টার্স আর্ট কম্পিটিশন’ আয়োজন করে আসছে। দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগগুলোর মাধ্যমে বার্জার সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। স্থানীয় শিল্পী সম্প্রদায়ের মধ্যে সৃজনশীলতার বিকাশে বার্জার প্রতিশ্রুতিবদ্ধ। ’
   
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বার্জার পেইন্টসের সঙ্গে অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বার্জার পেইন্টসের সঙ্গে আমাদের  চলার পথটা যে আরও সম্প্রসারিত হলো তা আমাদের স্থায়ী অংশীদারিত্বেরই প্রমাণ। আমাদের শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক উৎকর্ষের প্রসারে বার্জার পেইন্টসের অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024621486663818